সিলেট৭ ১নিউজ ডেস্ক:১১ সদস্যর এই বোর্ডেও চেয়ারম্যান থাকছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ; মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু।
এরশাদ দলের গঠনতান্ত্রিক ক্ষমতাবলে এই পার্লামেন্টারি বোর্ড গঠন করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।
সুনীল শুভ বলেন, “নির্বাচন শিডিউল ঘোষণার পরই জাতীয় পার্টি তাদের নমিনেশন লিস্ট ঠিক করে ফেলবে। আগ্রহী সদস্যরা সাক্ষাৎকার দিচ্ছেন। এই সাক্ষাৎকারের ভিত্তিতে পার্লামেন্টারি বোর্ড একটি প্রার্থী তালিকা তৈরি করে দেবে।”
আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে, না কি আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁদে অংশ নেবে তা এখনও নিশ্চিত নয়। সেটা বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার উপর নির্ভর করবে বলে ইতোমধ্যে জানিয়েছেন এরশাদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি ইতোমধ্যেই দেশব্যাপী গণসংযোগ শুরু করেছে।
গণসংযোগের সময় এরশাদ বলেছেন, প্রার্থী বাছাই করতে গিয়ে স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেবে তার দল।
২০ অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির সমাবেশে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এরশাদ। তার ১৮ দফার মধ্যে প্রাদেশিক সরকার গঠন করে প্রশাসনের বিকেন্দ্রিকরণ, নির্বাচন পদ্ধতি ও নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠন এবং সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
রংপুর ও জামালপুরে গণসংযোগ
নির্বাচনী গণসংযোগে এরশাদ দুদিনের সফরে বৃহস্পতিবার দুপুরে রংপুর গেছেন। বিকালে সেখানে খলোয়া ইউনিয়নে এক পথসভায় বক্তৃতা করেন তিনি। সন্ধ্যায় দলের রংপুরের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
এরশাদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর।
এরশাদ শনিবার বিকাল ৩টায় জামালপুরের ইসলামপুরে গুঠাইল হাই স্কুল ও কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
জামালপুর সফরে এরশাদের সঙ্গে থাকছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, খালেদ আখতার।