সিলেট৭১নিউজ ডেস্ক:এককভাবে সিলেটে নৌকার পক্ষে বিশাল শো-ডাউন করেছেন সিলেট ৩ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি হাবিবুর রহমান হাবিব। শনিবার নগরীর দক্ষিণ সুরমায় নৌকার পক্ষে এই শো-ডাউনে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রন করেন ।
যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব মনোনয়ন প্রত্যাশায় দীর্ঘদিন থেকে মাঠ রাজনীতিতে সক্রিয় রয়েছেন। নেতাকর্মীদের সাথে বুঝাপাড়া ছাড়াও সাধারন মানুষের সাথে গ্রহনযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।
শনিবার স্থানীয় খোজারখলা মারকাজ পয়েন্ট থেকে কদমতলী পয়েন্ট পযর্ন্ত নৌকার পক্ষে শো-ডাউন পরবর্তী গণমিছিল শরীক হয়ে প্রায় ১০ হাজার কর্মী সমর্থক। হাজারো মোটর সাইকেল, ব্যানার ফেস্টুন নিয়ে শো-ডাউনে স্বর্তস্ফূত শরীক হয় নেতাকর্মীরা। বেলা দেড় টায় মারকাজ পয়েন্ট থেকে শুরু হ্ওয়া মিছিল কদমতলীী মুক্তযোদ্ধা অভিমুখে রওয়ানা হয়।
প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পথ হেটে কদমতলী মক্তিযোদ্ধা চত্বরে এসে এক সভায় মিলিত হন মিছিলটি। মিছিল শত শত নারীদের উপস্থিতি লক্ষনীয় ছিল। এসময় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সাধারন মানুষ মিছিলকারদের হাতে নেড়ে স্বাগত জানান। জেলা আ্ওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমানের নেতৃত্বে এ মিছিলে অংশ নেন সিলেট ৩ আসনের সম্ভাব্য আওয়ামীলীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম,সেক্রেটারী হাজী রইছ আলী চেয়ারম্যান, স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন মিত্র, উপজেলা পরিষদ সদস্য মতিউর রহমান ও হাজী গোলজার আহমদ প্রমুখ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে সিলেটে প্রথমবারে মতো এই শো-ডাইন নজর কেড়েছে মাঠ রাজনীতিতে। সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা চত্বর থেকে আমরা দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রীকে জানাতে চাই, মুক্তিযুদ্ধ বিরোধী সন্তান যেন এই আসনে মনোনয় না পায়। আমরা নৌকার পক্ষে ত্যাগ স্বীকারে সর্বাতœক চেষ্টা যেমন চালাবে, তেমন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিপক্ষে থাকবে আমাদের প্রতিরোধ-সংগ্রাম।
বর্তমান এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, চিন্থিত মুক্তিযোদ্ধ বিরোধীর সন্তান। সে এমপি হওয়ার পর থেকে আওয়ামীলীগের নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছে, বিরোধী রাজনীতিক দল সমূহের সাথে আতাঁত করে অনিময়ম দূর্নীতির রাজস্ব কায়েম করেছে। সরকারের উন্নয়ন বিপ্লব থেকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ বাসীকে বঞ্চিত করে রেখেছে।
দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে প্রাকশ্যে হুমকি ধমকি দিয়ে আলোচিত সামলোচিত হয়েছে সে। সে দল ও জন বিচ্ছিন্ন বির্তকিত এক ব্যক্তি। তার কোন গ্রহনযোগ্য ও জনপ্রিয়তা নেই। আওয়ামীলীগের জন্য কলংকিত এই ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও গণমানুষের কল্যানে নিবেদিত হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়ার আহবাহ জানান বক্তারা।