সিলেট৭১নিউজ ডেস্ক:রাজধানীর উত্তরা থেকে মানহানির মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সোমবার রাত ১০টার দিকে, আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যারিস্টার মইনুলকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।
রংপুরের একটি মানহানির মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২২শে অক্টোবর সোমবার বিকেলে, রংপুর নগরীর মুলাটোল এলাকার মিলি মায়া বেগম বাদী হয়ে রংপুর মূখ্য মহানগর হাকিম আদালতে ব্যরিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা করেন।
গেলো ১৬ই অক্টোবর একাত্তর টেলিভিশন চ্যানেলের টকশো ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন– আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন আপনি জামায়াতের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকেন।‘
মাসুদা ভাট্টির এই প্রশ্নে রেগে গিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকে আমি চরিত্রহীন বলে মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।‘
ব্যারিস্টার মইনুলের এই অশালীন ও নারী বিদ্বেষী বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভোলা, জামালপুর ও কুড়িগ্রামে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। তবে, ঢাকা ও জামালপুরে করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পান ব্যারিস্টার মইনুল।