কামরান আহমদ :শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা করতে হবে। উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য তাদের নিজেদের প্রস্তুত করতে হবে। নতুন প্রজন্মকেহ বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে নিজেদের গড়ে তুলতে হবে। এ ধারাক্রমে কাজ নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। স্বাধীনতার পর থেকে এত কাজ আওয়ামীলীগ ছাড়া আর এত কাজ কোন দল করেনি।
গতকাল সিলেট গোলাপগঞ্জ আছিরগঞ্জে আলিয়া মাদ্রাসা নুরুল ইসলাম নাহিদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। দেশের মানুষ যেমন এটা স্বীকার করছে, তেমনি বিশ্ব সম্প্রদায়ও এর স্বীকৃতি দিচ্ছে। আমরা ২০১২ সালের মধ্যেই এমডিজি অর্জন করেছি। মেয়েরা এখন শিক্ষায় ভালো করছে। শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালোভাবে পড়ালেখা করে নিজের জীবনকে সার্থক করে তুলতে হবে। একইসাথে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার মত যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আছিরগঞ্জ আলিম মাদ্রাসার উন্নয়ন কর্মকান্ডের উল্লেখ করে তিনি বলেন, আছিগঞ্জ উচ্চ বিদ্যালয় ছিল কলেজ করা হয়েছে। এবং দুইটি ভবন করা হয়েছে, কলেজে একটি নতুন ভবনের দোতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। অতি দ্রুত এ ভবনটি চার তলা পর্যন্ত নির্মাণ করা হবে। এছাড়া আছিরগঞ্জ আলিয়া মাদ্রাসা নতুন তিনটি ভবন এর দুইটি কাজ সম্পর্ন হয়েছে। এর আগে শিক্ষামন্ত্রী কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।