বড়লেখা প্রতিনিধিঃমৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালতলী ইউপি চেয়ারম্যান এনাম উদ্দীনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মকবুল আলীর ভাই হানিফ আলীর দায়ের করা
জিআর ৭৯/ ২০০৪ মামলায় এনাম উদ্দীনকে
১ বৎসর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
ও ৫০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।জানা যায়, অতিরিক্ত চিফ জুডিশিয়াল,মৌলভীবাজর বিচারক মোঃ বাহাউদ্দীন কাজী এ রায় প্রদান করেন।
দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করা হয়।
রায়ে চেয়ারম্যান
আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে
আদালত পূর্বের রায় বহাল রেখে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।উল্লেখ্য যে,গত ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আওয়ামীলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।