মস্তফা উদ্দিন বড়লেখা:মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়ন ”ত্রিনয়নী” প্রকাশনা পরিষদ, শারদীয় দূর্গোৎসব ১৮ উপলক্ষে “ত্রিনয়নী”১৫ তম সংখ্যা মোড়ক উন্মোচন করেছে।
সোমবার (১৫ অক্টোবর) সন্ধা ৭ ঘটিকার সময় দাসের বাজার ডিড রাইটার চম্পক দাসের অফিস কক্ষে “ত্রিনয়নী” মোড়ক উন্মোচন করা হয়।
উন্মোচন কালে বক্তারা বলেন,সনাতন ধর্ম সম্পর্কে হিন্দুদের আত্মবিশ্বাস টিকিয়ে রাখতে, হিন্দুধর্মের পালনীয় প্রথার দৃঢ়ত্ব সম্পর্কে সকল কিছু, সকল হিন্দুর জানা একান্ত জরুরী, তা না হলে হিন্দুধর্ম ও সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে।
তাই আপনাদের জন্য দুর্গাপূজা উপলক্ষে, আজ ত্রিনয়নী প্রকাশনা পরিষদ দাসের বাজার ১৫ তম “ত্রিনয়নী” প্রকাশ করল। হিন্দু সম্প্রদায়ের যুব সমাজকে অাত্তশুদ্ধিকরণে ও ধর্মকে জানার জন্য “ত্রিনয়নী” প্রকাশনা ভুমিকা রাখবে, দেবী দুর্গা এবং এ প্রসঙ্গে অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবে যুব সমাজ। স্কুল কলেজে পড়ুয়া যারা “ত্রিনয়নী”তে লেখাদিয়েছে তাদের প্রতিভা বিকাশের জন্য অনন্য ভুমিকা রাখবে বলে আশাকরি।
মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে, ত্রিনয়নী প্রকাশনা পরিষদের সভাপতি হীরন্ময় দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিকুঞ্জ কুমার দাসের সঞ্চালনায়,বক্ত্যব রাখেন ডিড রাইটার সন্জু দাস, ডা. শৈলেন্দ্র চন্দ্র নাথ,অজয় চন্দ্র দাস সিনিয়র শিক্ষক দাসের বাজার উচ্চ বিদ্যালয়,শিক্ষক মানিক দেব নাথ প্রধান পৃষ্ঠপোষক ত্রিনয়নী প্রকাশনা পরিষদ,শ্রী চম্পক দাস সাবেক সভাপতি-ত্রিনয়নী প্রকাশনা পরিষদ,সুভাষ দাস সাধারণ সম্পাদক দাসের বাজার ইউপি যুবলীগ।
উপস্হিত ছিলেন, অভিমুন্য দাস মিটু সহ-সাধারণ সম্পাদক ত্রিনয়নী প্রকাশনা পরিষদ,প্রদ্যুৎ কুমার দাস সহ-সাংগঠনিক সম্পাদক,বিধান মালাকার (বাবলু) অর্থ সম্পাদক,সৌরভ দাস সহ-অর্থ সম্পাদক,সন্তোষ দেব নাথ,শ্রীপদ দাস, সুমিত দাস,অন্তত দাস প্রমুখ।