মস্তফা উদ্দিন,বড়লেখা:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের মধ্যে বাংলাদেশকে ভিক্ষুকমুক্ত করার কর্মসূচি ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন কে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার ১৫ (অক্টোবর)-বড়লেখা উপজেলা র্নিবাহি অফিসার সুহেল মাহমুদ নিজ বাহাদুরপুর ইউনিয়নকে উপজেলার প্রথম ভিক্ষুকমুক্ত ঘোষণা ও ভিক্ষুক পুনর্বাসনের শুভ উদ্বোধন করেন ।
এ উপলক্ষে ইউপি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক মাষ্টারের সভাপতিত্বে, ইউপি সদ্যস হিফজুর রহমানের সন্চালনায় প্রধান অতিথির বক্ত্যব রাখেন সুহেল মাহমুদ।
প্রধান অতিথির বলেন, ভিক্ষুকমুক্ত করে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে দেশ উন্নয়নের দিকে আরও অনেক দূর এগিয়ে যাবে।
এসময় ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করতে তিনি সর্বপ্রকার সহযোগিতা করবেন এবং এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন-ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু,উপজেলা যুবলীগ সদ্যস তুফায়েল আহমদ স্বপন।
অন্যদের মধ্য ছিলেন, ইউপির পেনেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন,ইউপি সদ্যস শামিম আহমদ,ইউপি সদ্যস সাজু আহমদ,ইউপি সদ্যস কবির আহমদ, ইউপি যুবলীগ সাধরণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল,ইউপি ছাত্রলীগ সভাপতি কয়েছ আহমদ,সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক এবাদুর রহমান,ইউ,ডি, সি পরিচালক শরিফুল ইসলাম স্বপন,ইউপি ছাত্রলীগ সদ্যস সাদেক আহমদ প্রমুখ।