কামরুল ইসলাম বাবু,এমসি কলেজ:প্রায় ১০ বছর পর প্রাণ ফিরলো এমসি কলেজর কেমিষ্ট্রি ক্লাবের।সিলেটের প্রাচীন ও প্রসিদ্ধ বিদ্যাপীঠ মুরারীচাঁদ(এমসি) কলেজ।১৮৯২ সালে প্রতিষ্টিত এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীন একটি বিভাগ হচ্ছে রসায়ন বিভাগ। ১৯২৭ সালে চালু হওয়া এ বিভাগ থেকে ইতোমধ্যে শিক্ষালাভ করে বিশ্বময় সুনাম অর্জন করেছেন অনেকেই।জানামতে এমসি কলেজের ‘বড়বাড়ী’ খ্যাত এই বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘কেমিষ্ট্রি ক্লাব’ ই এমসি কলেজে বিভাগভিত্তিক প্রথম কোনো শিক্ষার্থী সংগঠন।সর্বশেষ ২০০৫-৬ সেশনে সুমায়ুন কবিরকে সভাপতি করে যে কমিটি হয়েছিলো তা ২০০৯-১০ এর দিকে নিষ্ক্রিয়ই হয়ে যায় বলে জানান বিভাগীয় প্রধান অশোক কুমার পাল।এর পর থেকে আর সংগঠিত হতে পারে নি ক্লাবটি।
ঐতিহ্যবাহী এই বিভাগের ক্লাবটিকে সচল করতে সহকারী অধ্যাপক আবু ইউসুফ ও প্রভাষক সুজিত চন্দ্র দত্তকে উপদেষ্টা এবং অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আরমান হোসেন কে সভাপতি ও ৩য় বর্ষের শিক্ষার্থী শতরুপা সেনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করেন বিভাগীয় প্রধান।
কমিটি নির্বাচনের কো-অর্ডিনেটর ছিলেন মাস্টার্সের শিক্ষার্থী তাফসির আহমদ জাকা,জীবনানন্দ আচার্য্য, সুয়েদ আহমদ খান ও নাহিয়ান কামরুল।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন,সহ-সভাপতি-আব্দুল মুনতাকিম,উত্তম দাস,সহ-সাধারন সম্পাদক আশিক আহমদ রিপন,সাহেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক-সৌরভ আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক-আহবাব নাইম,আশরাফ ইসলাম,সংস্কৃতি বিষয়ক সম্পাদক সালেহা আক্তার,সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার সাদিয়া,জাফরিন অনন্যা,নুসরাত জাহান অন্তরা,প্রচার সম্পাদক কাওসার আহমেদ,সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম,মুদাব্বির আালী,সৈকত ভট্টাচার্য,দপ্তর সম্পাদক মিনহাজ আলী,অর্থ-সম্পাদক মুহাম্মদ রায়হান,সহ-অর্থ সম্পাদক জুবেল আহমদ,আপ্যায়ন সম্পাদক জয়শ্রী দাস,সহ-আপ্যায়ন সম্পাদক গোলাম কিবরিয়া,সাদিয়া সিদ্দিক,তানভীর মাহফুজ রনি,ক্রীড়া সম্পাদক মো:তৌহিদুর রহমান,সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজ আল হাসান,শাহরিয়ার আহমদ রনি,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজিনা ফেরদৌস খান,সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক-প্রসেনজিত দেব রুদ্র শিক্ষার্থীদের উন্নয়নও বিভিন্ন সহযোগিতামুলক কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে অতীত ঐতিহ্য ফিরিয়ে আনবেন বলে আশাবাদী নতুন দায়িত্বশীলবৃন্দ।