কামরুল ইসলাম বাবুঃসিলেটের সর্বোচ্চ ও দেশের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট।
এখানে লেখাপড়ার সুযোগ করে নেয়ার ইচ্ছা দেশের প্রায় সব প্রান্তের শিক্ষার্থীদের।যার ধরুন এ বছরেও ২০১৮-১৯ সেশনের ভর্তি পরিক্ষায় অংশ নিয়েছে প্রায় ৭৭ হাজার ভর্তিযোদ্ধা।সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানকে কেন্দ্র করে এ পরিক্ষা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।নানা প্রান্ত থেকে আগত পরিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করে বিভিন্ন ছাত্র ও ছাত্রকল্যাণমুলক সংগঠন। সিলেট মুরারিচাঁদ(এমসি) কলেজেও তার ব্যত্তয় ঘটেনি।বিরুপ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে এমসি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দকে সেচ্ছাসেবক হিসেবে পরিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করতে দেখা যায়।অভিভাকদের দৃষ্টি পড়ে তখনই যখন দেখা যায় যানজটে আটকে দেরি করে আসা পরিক্ষার্থীদের দ্রুত পরিক্ষার হলে পৌছানোর জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের মোটরসাইকেল নিয়ে পরিক্ষার্থী বহন শুরু করেন।পরিক্ষা শুরুর প্রায় আধাঘন্টা চলে তাদের এই পরিক্ষার্থীবহন।যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকদের চোখে দৃষ্টান্ত হয়েই থাকবে।এসময় তালামীযে ইসলামীয়া এমসি কলেজ ও বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ,সিলেটকেও সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে দেখা যায়।