মোঃ সেলিম রেজা: জাবি প্রতিনিধিঃ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক ফের অবরোধ করেছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আজ দুপুর সাড়ে ১২টা থেকে সড়কটি অবরোধ করে ৪টা পর্যন্ত অবরোধ চালিয়ে যায় তারা।
‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ পালন করছেন তারা।
সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন।এদিকে অবরোধের কারণে ঢাকামুখী ও ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো রাস্তার দু’পাশে আটকা পড়ে যায়। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) মো. নুরুল আলম এবং প্রক্টরিয়াল বডি অবরোধ থেকে সরে আসার জন্য অনুরোধ করলেও অবরোধকারীরা তাদের সিদ্ধান্তে অবিচল থাকে বিকাল ৪ টা পর্যন্ত।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাবের মাসুদ সিলেট৭১নিউজকে বলেন, রাস্তা অবরোধ আন্দোলনের ভাষা হতে পারে না। কয়েকজন শিক্ষার্থী মিলে দেশের ব্যস্ততম মহাসড়ক অবরোধ করে রাখা যৌক্তিক নয়। বিকাল ৪টার পর অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাবি শাখার সদস্যরা ।