৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২১নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে পূণঃনির্বাচনের দাবি করেছেন ২১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী (ঘুড়ি মার্কা) মোঃ সাহেদুর রহমান, মুহিবুস সালাম রিজভী (টিফিন ক্যারিয়া) ও গোলাম রহমান চৌধুরী রাজন (রেডিও মার্কা)।
বৃহস্পতিবার (২ আগস্ট) বিকাল ৩টায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে তিনি ২১নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে পূণঃনির্বাচনের দাবিতে একটি আবেদন করেন।
আবেদনে তিনি উলেখ করেন, ৩০ জুলাই নির্বাচনে সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নং ১০১), স্কলার্সহোম প্রিপারেটরী স্কুল কেন্দ্র (নং-১০৫), চান্দুশাহ দাখিল মাদ্রাসা কেন্দ্র (নং-১০২) এ সকাল ১০টায় সাহেদুর রহমানের নির্বাচনী এজেন্টদের মারধর করে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী আব্দুর রকিব তুহিনের প্রতীক লাটি মার্কায় সিল মেরে অবৈধভাবে ভোট প্রদান করে। সাহেদুর রহমান তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে বিষয়টি অবগত করলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। নিরাপত্তায় নিয়োজিত পুলিশকেও বিষয়টি জানালে তারাও নীরব ভূমিকা পালন করে। এসময় কাউন্সিলর প্রার্থী সাহেদুর রহমান, মুহিবুস সালাম রিজভী ও গোলাম রহমান চৌধুরী রাজন কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের এ অনিয়ম, কারচুপি ও ভোট ডাকাতির প্রতিবাদ করেন এবং ভোট প্রদান স্থগিত করার জন্য প্রিসাইডিং অফিসারকে মৌখিক অভিযোগ করেন। তাদের ভোট ডাকাতি বেসরকারি কয়েকটি টিভি চ্যানেলে প্রকাশিত হয়। তাই ২১নং পূণরায় নির্বাচনের দাবিতে এ আবেদন করেন সাহেদুর রহমানসহ তিন কাউন্সিলর প্রার্থী।