সিলেটে ধানের শীষের প্রচারণায় চমক দেখিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল। ‘এক নেতা এক প্রতীক’ এ স্লোগানকে বুকে ধারণ করে আরিফুল হক চৌধুরীর ধানের শীষ মার্কায় শুরু থেকে শেষ পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা করেছে যুবদল। সিলেটে ছাত্রদলে গ্র“পিং, দু’দলে বিভক্ত ছিল পুরো নির্বাচন জুড়ে, অপরদিকে বিএনপির বিদ্রোহ প্রার্থী বদরুজ্জামান সেলিম মেয়র প্রার্থীতা হওয়ায় বিএনপির কিছু নেতাকর্মীদের মাঝেও ফাটল ধরেছিল। কিন্তু সিলেট জেলা ও মহানগর যুবদলের মধ্যে কোন ফাটল কিংবা বিবেধ দেখা যায় নি। একাগ্রতায় যুবদলের নেতৃবৃন্দ প্রচারণা করেছেন ধানের শীষের পক্ষে।
বিএনপি মনোনীত ২০ দলীয় জোট সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচার অভিযানে বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের মধ্যে সিলেট মহানগরীর বিভিন্ন পাড়া মহল্লায় ঘরে ঘরে ধানের শীষের ভোট প্রার্থনা করে ব্যাপক প্রচার অভিযান ও গণসংযোগের মাধ্যমে চমক দেখিয়েছে সিলেটের জাতীয়তাবাদী যুবদল। উল্লেখ্য আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার অভিযানে প্রথম দিনে মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি এবং স্থানীয় জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতে এক বিশাল কর্মীসভার মাধ্যমে যুবদলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উক্ত কর্মীসভা শেষে জেলা ও মহানগর যুবদলের এক যৌথসভায় সর্বসম্মতিক্রমে জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরীকে আহবায়ক, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক কে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট করে সিলেট জেলা ও মহানগর যুবদলের নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল।
এই কমিটির নেতৃত্বে পরবর্তীতে প্রতিদিন নগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় গণসংযোগ ও প্রচারণা অব্যাহত ছিল।
গত ২৭শে জুলাই বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবী সম্বলিত গেঞ্জি পরিধান করে ব্যতিক্রমী প্রচারণা ও ধনের শীষের ভোট দেয়ার পক্ষে গণসংযোগ করে নগরবাসী ততা দেশবাসীর দৃষ্টি আকর্ষন করেছিল। ২৮শে জুলাই শেষ নির্বাচনী গণসংযোগেও যুবদলের ব্যাপক উপস্থিতি লক্ষণীয় ছিল।