সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট টিলাগড়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিমের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা সাবেক ছাত্রদলের পাঠাগার সম্পাদক হুসেন মাহমুদ তালোকদার, নিজাম আহমদ,সাজেদুল ইসলাম, জুয়েল আহমদ, লোকমান আহমদ, ওয়াসিম আহমদ বাবর, জেলা ছাত্রদলের সহ সাংষ্কতিক সম্পাদক ফয়েজ আহমেদ, জাবেল আহমেদ, রাজু আহমেদ, আবেদ আলী রিপন, সুলেমান খাঁ, রাহাত আহমেদ, আশফাক আলম, জুবের আহমেদ, জামিল শাহ, মাহফুজ রাহমান, শাহ আলম, আব্দুল ওদুদ, আব্দুল ইমন মুন্না, রাসেল আহমেদ, শফিক, হাসান, আমিন, মনা, শিপনসহ আরো অনেকে।
বক্তারা বিএনপি নেতাকর্মীদের উপর মামলা-নির্যাতন বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, মামলা নির্যাতন বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় দক্ষিণ সুরমা থানার এসআই রায়হান উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার সিলেট বিএনপির ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন দক্ষিণ সুরমা থানার এসআই রায়হান উদ্দিন।