স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের কমিটি প্রায় ১৭ বছর আগে গঠিত হয়েছিল, মহানগর শাখার কমিটি অদ্যবধি গঠিত হয়নি। গত কয়েক মাস ধরে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে সিলেটের কমিটি নিয়ে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে, পাশাপাশি চরম অস্থিরতাও বিরাজ করছে, নেতাকর্মীদের সাথে আলোচনা করে অস্থিরতার কারন হিসেবে জানা যায় নতুন কমিটিতে দীর্ঘ দিন ধরে অপেক্ষমান অনেক পুরাতন নেতাদের সাথে সাবেক ছাত্রদল নেতারাও কমিটিতে অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন, এই কারনে ব্যাপক প্রতিযোগিতা-লবিং-তদবির শুরু হয়েছে। এর মধ্যে বিশেষ একটি কারণ হলো সিলেট বিএনপির রাজনীতিতে নবাগত একজন ব্যবসায়ী কেন্দ্রীয় নেতা টাকার বিনিময়ে নবগঠিত জেলা ও মহানগর ছাত্রদলের ন্যায় যুবদলের কমিটিও তাহার পকেট কমিটি গঠনের তৎপরতা শুরু করছেন। উল্লেখিত নবাগত ব্যবসায়ী কেন্দ্রীয় এই নেতা কর্তৃক আনিত ছাত্রদলের নবগঠিত জেলা ও মহানগরের কমিটি নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে, ত্যাগী-নির্যাতিত পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন, স্মারকলিপি, মিছিল মিটিং অব্যাহত রেখেছে, যে কোন মুহুর্তে ছাত্রদলের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়- জেলা যুবদলের সভাপতি হতে আগ্রহী ৫ জন, তাদের মধ্যে পুরনো যুবদলের জেলা শাখার সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন, নতুনদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুল হাসান শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নজিবুর রহমান নজিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলু।
সাধারণ সম্পাদক পদে আগ্রহী ৫ জন, তাদের মধ্যে পুরনো জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা শাখার প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, সদর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুল ইসলাম টিটু, নতুনদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সাঈদ আহমদ।
মহানগর শাখার সভাপতি হতে আগ্রহী ৪ জন, পুরাতনদের মধ্যে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আজিজ, নতুনদের মধ্যে মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গণি আরোফিন জিল্লুর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
মহানগর শাখার সাধারণ সম্পাদক পদে আগ্রহী ৭ জন, পুরাতনদের মধ্যে জেলা শাখার যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, জেলা শাখার যোগাযোগ সম্পাদক আলা উদ্দিন আলাই, জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক নাজমূল হোসেন রিপন, শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, এয়ারপোর্ট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান মুহির, নতুনদের মধ্যে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হোসেন আজিজ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন।
এছাড়াও অনেক নেতাকর্মী যুবদলে আসতে চাইলেও উল্লেখযোগ্য কারও নাম জানা যায়নি।