সিলেট ৭১ নিউজ ডেস্ক:সিলেটে দৈনিক সংবাদের ফটোসাংবাদিক ইদ্রিছ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে এ ঘটনার পর রাতেই গুরুতর আহত এ ফটো সাংবাদিক বাদী হয়ে বিমানবন্দর থানায় এজাহার দাখিল করেন। পরে মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়াকে অবহিত করা হয়। তার নির্দেশে পুলিশ গতকাল মামলাটি (নং-৩) রেকর্ড করলেও কোন আসামিকে গ্রেফতার করা হয়নি।
মামলার আসামিরা হলো- শহরতলীর ধোপাগুল গ্রামের আবদুল জব্বারের পুত্র রাজন আহমদ, সুজন আহমদ, লাল মিয়ার পুত্র শিমুল মিয়া, ইমরান আলীর পুত্র রিপন, চুলুঙ্গার পুত্র রিমন আহমদ, রুহেল ও সাজন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অফিসের কাজ শেষে ইদ্রিছ আলী গ্রামের বাড়িতে যাওয়ার পথে ধোপাগুল এলাকায় পৌঁছার পর উল্লিখিত সন্ত্রাসীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এসময় তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। এসময় তার ব্যবহৃত ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এদিকে, এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো পুলিশ কোন আসামিকে গ্রেফতার করেনি।