সিলেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, ছাত্রদল, তাঁতী দল ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগ গতকাল রোববার রাতে নগরীর মিরাবাজারে এক সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়ার সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান ও মতিউল বারী চৌধুরী খুর্শেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন-ই এই মুহুর্তে তৃণমূল বিএনপির প্রধান দাবি। খালেদা জিয়ার মুক্তি না হলে দেশে গণতন্ত্র উদ্ধার হবে না। গণতন্ত্র উদ্ধার না হলে দেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচনে বিএনপি যাওয়া ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সিলেটের খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বানচাল করতে সরকারের ছত্রছায়ায় একটি মহল বিএনপি ও এর অঙ্গসংগঠন সমূহকে পরিকল্পিতভাবে ধবংস করতে চায়। এরই প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেট বিএনপির অঙ্গসংগঠন সমূহের কমিটি গঠনের নামে সুযোগ সন্ধ্যানীদের নিয়ে কমিটি করা হচ্ছে। অবিলম্বে এইসব কমিটি পূণর্গঠন না হলে তৃণমূল বিএনপি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট করতে বাধ্য হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ দৌলত, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, নাজিম উদ্দিন লস্কর, নুরুল মোমিন খোকন, জসিম উদ্দিন, মওদুদুল হক মওদুদ, সদ্য সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, সাইদুুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, আলতাফ হোসেন বেলাল, মিফতাহুল কবীর মিফতা, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, রুজেল আহমদ চৌধুরী, রাজু আহমদ চৌধুরী, শাহিন আহমদ, নাজিম উদ্দিন, রাহাত বক্স রাক্কু, আব্দুল হান্নান, আবুল কালাম, বাজেদ আহমদ চৌধুরী, রুমেল আহমদ, লিটন কুমার দাস নান্টু, এমদাদ বক্স, আকবর হোসেন কয়ছর, মোস্তফা কামাল ফরহাদ, মনজ দেব, বীরেন্দ্র শর্ম্মা ভুংগো, দেওয়ান নিজাম খান, আব্দুল খালিক মিল্টন, একরাম হোসেন, টিটন মল্লিক, এম.এইচ ইকবাল, ইনতেজার আলী, জামিল আহমদ, সমর আলী, আমিনুল ইসলাম সাজু, কামরুল ইসলাম, বেলাল আহমদ, মনোয়ার হোসেন খলিল, বদরুল আজাদ রানা, ইফতেখার আহমদ সুহেল, মিসবাউল আম্বিয়া, আমিনুর রহমান, রায়হান এইচ খান, দেলওয়ার হোসেন, আবু ইয়ামিন চৌধুরী, ভুলন কান্তি তালুকদার, শেখ শাহান তালুকদার, আবুল হোসেন, মনিরুজ্জামান মিজান, এ ইউ রানা, বেলাল আহমদ, আব্দুস সোবহান, আহমেদ আলামিন, রাসেল আহমদ, এস.এ রিপন, সামাদুর রহমান অপু, আজমল হোসেন অপু প্রমুখ।