বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন- ইন্টারনেট আমাদেরকে অনেক ক্ষেত্রে এগিয়ে দিচ্ছে এটা ঠিক, কিন্তু এর অপব্যবহারে ক্ষতিটাও হচ্ছে দ্বিগুণ, বিশেষ করে আমাদের যুবসম্প্রদায় ইন্টারনেটের প্রতি আসক্ত না হয়ে লেখাপড়ার প্রতি মনযোগী হতে হবে ।
তিনি গতকাল সোমবার (২৫ জুন) বিকাল ৩টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আবু তাহির মোহাম্মাদ খালিদ ও জেলা তালামীযের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার-এর যৌথ সভাপতিত্বে এবং জেলা আল ইসলার সাধারন সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান ও তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সিদ্দিকীর যৌথ পরিচালিনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন ।
জেলা আল ইসলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসতাক আহমদ জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলার সহ সভাপতি অধ্যক্ষ মওলানা তাজুল ইসলাম আলফাজ, অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, মাওলানা মাহমুদুর রহমান আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কাজী আশিক উদ্দিন বিপ্লবি, তথ্য ও গবেষণা সম্পাদক শমসু মিয়া সুজল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা কামরুজ্জামান,সহ-পাঠাগার সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা মুখতার আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হুদা মিছবাহ, জেলা তালামীযের সাবেক সহ সভাপতি আলী মোহাম্মাদ ইউসুফ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি ছালিক আহমদ সুমন, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ মিনার, অর্থ সম্পাদক তাজ উদ্দিন আহমদ হাসান, অফিস সম্পাদক ছায়েম হোসাইন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু হেনা হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু তাহের, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমীন, সদস্য শফিকুল ইসলাম, মুহাম্মদ শাহ আলম, মতিউর রহমান মানিক, মাহবুবুল আলম, আবিদুর রহমান, আব্দুল হক, আনোয়ার হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, হাছান আহমদ, আব্দুন নূর, আখতার হোসাইন প্রমুখ ।