জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার আল-রাজন কমিউনিটি সেন্টারে ২৩ জুন ২০১৮ইং, শনিবার ঈদ পুনর্মিলন, মধ্যাহ্নভোজ ও প্রবাসী আলহাজ্ব কাপ্তান হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জয়তুল ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্টপোষক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মিফতাহ উদ্দিন, সংবর্ধিত অতিথি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রবাসী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, জয়তুন হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ একাডেমীর চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ, শিকন্দর এন্ড কোম্পানী লিঃ এর পরিচালক শিল্পপতি ফারুক আহমদ, সিলেট সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল হক, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক জিন্দাবাজার শাখার ম্যানেজার মোঃ ফয়ছল খান, জাতীয় যুব পদকপ্রাপ্ত সফল আত্মকর্মী আয়শা জেসমিন, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিলেটের সভাপতি মিনারা বেগম, জাতীয় যুব পদকপ্রাপ্ত সফল আত্মকর্মী নুরুন নাহার বেবী, রোটারী ক্লাব সিলেট গার্ডেন সিটির ডিরেক্টর রোটাঃ প্রকৌশলী মশহুর আলম মুন্না, রোটাঃ রেবেকা জাহান রোজী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মোঃ আবু হানিফা, কোষাধ্যক্ষ মকসুদুর রহমান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কবির, মোগলাবাজার ইউণিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সেলিম আহমদ, ৩নং ওয়ার্ডের সদস্য আইয়ুব আলী, রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, একতা একাডেমীর প্রধান শিক্ষক শাহীন আলম।
বক্তব্য রাখেন, ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব চুনু মিয়া, সাইস্তা মিয়া, হাজী বাবুল মিয়া, সোনাহর আলী, দিলোয়ার হোসাইন, নামর আলী, মুজিবুর রহমান, মানিক মিয়া, ট্রাস্টের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, অধ্যাপক মুহিবুর রহমান, আপ্তাব উদ্দিন, হারুনুর রশীদ হিরণ, জাহেদ হোসেন, মঈনুল ইসলাম মঞ্জুর, সুরঞ্জিত দাস, সাহাব উদ্দিন শিহাব, মুজিবুর রহমান জামাল, উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী রেহান মিয়া, মোগলাবাজার ইউনিয়নের সাবেক মেম্বার আতিক মিয়া, এ. গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম, সমাজকর্মী আব্দুল মুমিন, গৌছ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মিসকাত আহমদ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী সৈয়দা আফরিন নাবিহা।