বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০ টায় ফেঞ্চুগঞ্জ মুহাম্মদীয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদ পূণর্মীলনী সভা অনুষ্টিত হয়।
আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মাওলানা আব্দুল জলিল ও তালামিযের সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ মুহাম্মাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার বলেন, বর্তমান সময়ে লা-মাযহাবী তথাকথিত ‘আহলে হাদিস’ নামদারী সমাজে ফেতনাবাজ লোকদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। এব্যাপারে সাধারণ মানুষকে যাতে তারা ভূল বুঝিয়ে ভ্রান্ত পথে নিয়ে যেতে না পারে নেতৃবৃন্দের প্রতি কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি গুরুত্বরোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহ’র সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, তালামিযে ইসলামিয়ার সবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা হাফিজ আব্দুল ওয়াহাব, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা আলমাছ উদ্দীন খাঁন,জেদ্দা আল ইসলার সাংগঠনিক সম্পাদক জিবাল আহমদ, মুশাহিদ আলি বালিকা মাদরাসার সুপার মাওলানাছালিম উদ্দীন,মানিক কোনা দাখিল মাদরাসার সুপার মাওলানা আ. শাকুর, ঘিলাছড়া ইসহাকিয়া মাদরাসার সুপার খায়রুল ইসলাম চৌ., উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল কুঠল,সাংগঠনিক সম্পাদক-মাওলানা আবু বকর নূরী,প্রচার সম্পাদক-এম জি জাকারিয়া চৌ,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাহনেওয়াজ, সিলেট পূর্ব জেলা তালামিযের সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন মো. বাবু, সাবেক উপজেলা সভাপতি আব্দুল মালিক, উপজেলা তালামিযের সভাপতি শাহ জাহান ছাদী,সহ সভাপতি হাবিবুল ইসলাম সাকিব,আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক হা. রেজাউল করিম প্রমূখ। সভায় আল ইসলাহ সভাপতির নির্দেশনা মুতাবেক বন্যার্তদের সাহায্যার্থে ত্রান তহবিল গঠন ও সাব কমিটি গঠন করা হয়।
হা. নাইম আহমদের কোরআন তিলাওয়াত, হা. হারুনুর রশিদের হামদ ও উপজেলা আল ইসলাহ সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আল ইসলার সাধারন সম্পাদক মিনহাজ উদ্দীন,ঘিলাছড়া সম্পা. আবুল বশর,উত্তর ফেঞ্চ্গুঞ্জ সম্পা. খন্দকার আব্দুল আহাদ,ঘিলাছড়া ইউ’পি তালামিযের সাধারন সম্পাদক আ. হামিদ হুমাইদি। উপস্থিত ছিলেন- সহ প্রচার সম্পা. শাহজাহান আলী,সহ অফিস সম্পাদক দেওয়ান মাহমুদ রিমন, সহ প্রশিক্ষণ সম্পাদক আ. মুত্তালিব, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাপক জুবের আহমদ, হাবিবুর রহমান, ১ নং ইউ’পি তালামিযের সম্পা. হা. জুবেল আহমদ ৩নং সম্পা. হাবিবুর রহমান চৌ.,৪ নং সম্পা. হারুনুর রশিদ ৫ নং সহ সম্পা. হাফিজুর রহমান প্রমুখ।