হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের উদ্যোগে ১১ জুন সোমবার সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. কাপ্তান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ. গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি পদকপ্রাপ্ত মো. নুরুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজার ফজলে এলাহী চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি হানিফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম সাজু, কোষাধ্যক্ষ মকসুদুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াদ আরফিন, মহিলা বিষয়ক সম্পাদিকা কুলসুমা বেগম, নির্বাহী সদস্য ডা. রাহুল সরকার, জেলা কমিটির সহ সভাপতি মুজিবুর রহমান জামাল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, কোষাধ্যক্ষ মো. আনোয়ার, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমদ রিফাত, সমাজকল্যাণ নাদিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশ করেন সৈয়দা আফরিন নাবিহা। মোনাজাত করেন জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ শফিক চৌধুরী।