সংবাদ প্রকাশ ও বিভিন্ন বিষয়ান্তরকে কেন্দ্র করে সাংবাদিক মোহাম্মদ হানিফকে গুম, খুন ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রধান করা হয়েছে। এ বিষয়ে রোববার (১০ জুন) এসএমপির শাহ্পরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
যার নং-৫৮২।
সাংবাদিক হানিফ সদর উপজেলার চুয়াবহর (বটেশ্বর) গ্রামের আব্দুল আলীমের বড় ছেলে। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার সিলেট ব্যুরো প্রধান, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব (রেজি: নং- এস/৪৪৮৯) এর সিলেট শাখার সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল সুরমা মেইল ডটকম’র সম্পাদক ম-লীর সভাপতির দায়িত্বে রয়েছেন।
ডায়েরীতে তিনি উল্লেখ করেন, বিভিন্ন বিষয়ান্তর ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কিছু ব্যক্তির সাথে তাঁর (হানিফ) বেশ কিছু দিন থেকে মনোমালিন্যতা চলে আসছে। এরই জের ধরে গত কয়েক দিন থেকে তাকে গুম, খুন করাসহ বিভিন্ন ভাবে হুমকি প্রধান করা হচ্ছে। এমনকি সাংবাদিকতার পেশা ত্যাগ না করলে তাকে মিথ্যা মামলায় জড়ানো হবে বলে তিনি লোক মূখে শুনতে পেরেছেন। এমতাবস্থায় সাংবাদিক মো: হানিফ চরমভাবে নিরাপত্তাহীনতায় ভোগছেন।
তাঁর জান-মালের নিরাপত্তার স্বার্থে ও হুমকি প্রধান কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা নিতে প্রাশাসনের কাছে সু-দৃষ্টি কামনা করে থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।