কবিতা:আহলান ছাহলান হে মাহে রমাদ্বান
এ পবিত্র মাসে হয়েছিল নাজিল পবিত্র কোরআন।
মানব জাতির প্রতি আল্লাহ প্রদত্ত এক মহা দান।
ছিয়াম পালনে প্রস্তুত বিশ্ব মুসলমান।
যখন পশ্চিম গগনে উঠিবে মাহে রমদ্বানের চন্দ্র
দোজখের দরজা গুলো করিবেন আল্লাহ বন্ধ
ভাসবে জান্নাতি হাওয়া হব মোরা মুগ্ধ
অভিশপ্ত শয়তান হবে শিকল পড়া জিঞ্জিরে আবদ্ধ।
দিকে দিকে উঠবে আল কোরআনের সুর
মুমিনের হৃদয়ে বাজবে সে সুর সুমধুর
উঠিবে হৃদয়ে ঢেউ তরঙ্গ বাড়বে ঈমানের নূর
পাপ পঙ্খিলতা হৃদয়ে থেকে হয়ে যাবে দূর।
মোবারক মাহে হোক মোদের তাকওয়া অর্জন
রাখিব রোজা করিব মোরা পানাহার বর্জন
আল্লাহর অবাধ্য সকল পথ কে দিব বিসর্জন
তাহার নিকট করিব মোরা আত্মসর্মপন।
নামাজ রোজা দুরুদ আর তাছবিহ তাহলিল
করি যেন মোরা পবিত্র মাহে রাত দিন
অনাথের তরে সহায়তার হাত বাড়িয়ে দিন
ছেহরী ইফতার করিতে পারে যেন প্রতিদিন।
তৌফিক চাই আল্লাহ করিব তোমার বন্দেগী
এ পবিত্র মাহে হয়ত হতে পারি মুত্তাকী
শবে কদর অন্বেষনে হই যেন সফলকামী
জাহান্নাম থেকে পেতে চাই আমি মুক্তি।
আসুন হে বিশ্ব মুসলিম
_______________________
রক্ষা করি পবিত্র মাহে রমদ্বানের পবিত্রতা
দুনিয়া ও আখেরাতে পাব মোরা সফলতা।
কবি:কাজী মো:রফিক উদ্দিন।
তারাদরম, বড়লেখা, মৌলভীবাজার।