সিলেট:সিলেটের ঐতিহ্যবাহী ক্লাব রোটারেক্ট ক্লাব অব সিলেট সাউথ সিটির চার্টার প্রেসিডেন্ট অাই পি পি রোটারেক্টর এনামুল হক রোটারেক্ট আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী
ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন রোটারেক্ট সংগঠন আর আই ডি ৩২৮২ বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী নির্বাচিত।
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা সিটির পিপি রোটারেক্ট অর্গানাইজেশন অার অাই ডি ৩২৮২ বাংলাদশের (২০১৮-১৯) রোটাবর্ষের প্রতিনিধি রোটারেক্টর নাফিজুল আলম বাধন আনুষ্টানিকভাবে এ দায়িত্ব প্রদান করেন।
এ পদ লাভ করায় তাকে অভিনন্দন জানান অভিভাবক ক্লাবের সভাপতি জালালাবাদ গ্যাস অফিসের সাবেক ম্যানেজার রোটারিয়ান কসমো কান্ত চক্রবর্তী,সম্মানিত অারসিসি মদন মোহন কলেজের অধ্যাপক রোটারিয়ান জয়ন্ত দাস, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের অধ্যাপক রোটারিয়ান ফয়েজ আহমদ বাবর।এছাড়া আরও অভিনন্দন জানান রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সীর চার্টার প্রেসিডেন্ট পি ডি আর আর রোটারিয়ান এডভোকেট হোসেইন আহমদ শিপন, পি ডি আর আর মোহাম্মদ সাজ্জাদ,অাই পিডি আর আর শাহ জুনেদ আলী,বর্তমান ডি আর আর জিয়া উদ্দীন হায়দার শাকীল, এক্স রোটারেক্টর ইমরান চৌধুরী,এস এম জাকারিয়া,এস রহমান সায়েফ,আবুল হোসেন,শিশির সরকার,আলী আহসান হাবীব,মন্জুর চৌধুরী,
রোটারেক্টর এম এ আহাদ,আলামীন সজীব,রোটেরেক্টর জুনেদ প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি,রোটারেক্টর আতাউর রহমান,সৈয়দ মাসুদুর রহমান,ওবায়েদ রহমান, কামরুজ্জামান সৈকত,সুজন তালুকদার,রাশেদুজ্জামান রাশেদ,রবিউল ইসলাম সানি,মাসুদ আহমদ,লোকমান হোসেন,আমিরুল ইসলাম খান আমির,লাহিন আহমদ,মোস্তাক আহমদ,এম হোসেইন আহমদ, এমদাদ হোসন,হিমু রুপ,সালাম,রুকন,সিয়াম আহমদ বাপ্পী,দিপক অধিকারী,ডালিম আহমদ, নাঈম নূর চৌধুরী,মির্জা সুজেল
এছাড়া ধ্রুবতারর পক্ষ থেকে শুভেচ্ছা জানান ধ্রুবতারার সিলেট বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ সাদিকুর রহমান সাদিক ও সাংগঠনিক সম্পাদক আসমা জান্নাত মনি। ।রোটারেক্টর এনামুল হক রোটারেক্ট অর্গানাইজেশন ছাড়াও
তিনি সিলেট ল’ স্টুডেন্টস এসোসিয়েশন, নিরাপদ সড়ক চাই (নিসচা),বাংলাদেশ মানবাধিকার কমিশন,ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোনালি স্বপ্ন পরিষদ সিলেট,সিলেট ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি,নবতারা সমাজকল্যান সংঘ ও বাংলাদেশ স্কাউটসহ জাতীয় ও স্থানীয় অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।