দীর্ঘ দিন থেকে চলে আসা কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সমর্থন জানিয়েছে।
পাশাপাশি গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্যান্য স্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ।
এ বিষয়টি তালামীযের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী সিলেট ৭১ নিউজকে নিশ্চিত করেছেন।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, কোটা সংস্কারের পাঁচ দফা দাবি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা এ দাবির যৌক্তিকতা প্রমাণ করে সমর্থন জ্ঞাপন করেছেন। কাজেই অবিলম্বে এ দাবি মেনে নিতে হবে।
পাশাপাশি রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে টিআর শেল, কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ ও জলকামান ব্যাবহার করার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে এরকম বর্বরোচিত হামলা কখনোই কাম্য নয়। অবিলম্বে হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশি অভিযান কোনভাবেই কাম্য নয়।
নেতৃবৃন্দ পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করেন এবং অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। উল্লেখ্য সরকারী চাকরিতে কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে আনাসহ পাঁচ দফা দাবিতে দীর্ঘ দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা দেশব্যাপী আন্দোলন করছেন। গত রোববার এই দাবিতে গণপদযাত্রা কর্মসূচী ঘোষণা করলে পুলিশ ছাত্রদের উপর দফায় দফায় হামলা চালায়। এই হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা সোমবার সারাদেশে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন।