অনলাইন ডেস্ক :: টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে মৌলিক শিল্প কারখানা স্থাপন করতে হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বিগত দিনে এদেশে বেশিরভাগ ক্ষেত্রে কোনো শিল্প হয়নি, যা হয়েছে তাকে বলা যায় সংযোজন প্রতিষ্ঠান। তবে বর্তমানে অনেক ক্ষেত্রে সত্যিকার মৌলিক শিল্প প্রতিষ্ঠান তৈরি হচ্ছে।’
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইকোনোমিক জোন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ও মেঘনা গ্রুপের আটটি শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির টার্গেট সাত দশমিক চার ভাগ। তবে টার্গেট পূরণ হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত দশমিক পাঁচ ভাগে দাঁড়াবে। আগামী অর্থবছরের জন্য জিডিপি’র প্রবৃদ্ধি সাত দশমিক আট ভাগে নির্ধারণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং রেলমন্ত্রী মজিবুল হক।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এসডিজি’ বাস্তবায়ন সেলের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, চট্রগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, ইকনমিক জোন কতৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, এডিশনাল এসপি মোস্তাফিজুর রহমান, মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা প্রমুখ বক্তৃতা করেন।