পুলিশের পোশাক পরে ঘুরছিলেন এক তরুণী। তাকে দেখলে পুলিশ মনে হবে। তবে, তিনি পুলিশের কেউ নন। এ কারণে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার এলাকা থেকে জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮) নামের এই ভুয়া পুলিশকে আটক করা হয়। তবে তার নেম ট্যাগে লেখা ছিল পাপিয়া আক্তার। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, পুলিশের পোশাক পরে সন্দেহজনকভাবে মাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন ওই তরুণী। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি কথা ঘোরাতে থাকেন। এ সময় তাকে আটক করা হয়।
তরুণীকে মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।