স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলায় দুর্বৃত্তদের হাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত টেইলার্স দোকানের ব্যবসায়ী আখলিছুর রহমান জালাল (২৭) দক্ষিণ সুরমার ৬ নং লালাবাজার ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত শাইদ আলীর ছেলে। বুধবার সকালে দক্ষিণ সুরমা থানা ও বিশ্বনাথ থানার মধ্যবর্তী এলাকার একটি রাস্তার পাশে থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশের গলাকাটাসহ তার শরীরের বিভিন্ন স্থানে আরো বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জালাল তার কর্মস্থল নগরীর জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা জালালকে নির্মমভাবে হত্যা করেছে। জালালের বসত ঘর তালা দেয়া থাকে। ঘরের একটি চাবি তার কাছেই থাকে। তাই পরিবারের সবাই মনে করেছেন প্রতিদিনের মতো জালাল কর্মস্থল থেকে এসে তার নিজ ঘরে শুয়ে আছেন। কিন্তু এ রাতে জালালকে আর ঘরে ফেরতে দেয়নি দুর্বৃত্তরা। রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করে তার লাশ ফেলে যায় হত্যাকারীরা। পরদিন সকালে পথচারীরা রাস্তার পার্শ্বে তার গলাকাটা লাশ দেখে পরিবারের লোকজনকে জানান।