আসমা জান্নাত মনি :হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা হাজী মৌলদ হোসেন কাজল সড়ক উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী।
শনিবার দুপুরে উপজেলার কুর্শি ইউনিনয়নের ৪নং ওয়ার্ডস্থ এলাকায় তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ সড়কটির নামফলক উদ্বোধন করেন।
উদ্বোধনী সভায় এমপি কেয়া চৌধুরী বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। কোনভাবেই মুক্তিযোদ্ধাদের ভুলা যাবে না। তারা আমাদের মধ্যে চির অম্লান হয়ে থাকবেন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। আমি জননেত্রী শেখ হাসিনা সরকারের একজন প্রতিনিধি হিসাবে মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছি।
তিনি বলেন- এখানে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। এভাবে স্থানে স্থানে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করতে হবে। এমপি কেয়া চৌধুরী বলেন- মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুনপ্রজন্মের কাছে বেশী করে তুলে ধরুন।
জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই চলমান উন্নয়নধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য তিনি সবার প্রতি জোরালো আহবান জানিয়েছেন।
এসভায় বক্তব্য রাখেন- উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অ্যাডভোকেট দ্বিপেশ চন্দ্র দাশ, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা অবনী কান্তি দাশ, মোঃ হায়দার আলী, রথীন্দ্র কুমার দাশ, তাজ উদ্দীন, বাবু ইরেশ দাশ, মোঃ নজরুল ইসলাম, হায়দার আলী, মোঃ ছাদিক মিয়া, শুশীল চন্দ্র দাশ, আফছর মিয়া, রাখেশ দাশ, দিঘেন্দ্র দাশ, প্রবিন্দ্র দাশ, আব্দুল কায়ুম, অজিত দাশ, কৃষ্ণ দাশ, যতীন্দ্র, গোপাল দাশ, দীগেন্দ্র দাশ, নির্মল কান্তি দাশ, অনন্ত মহালদার, ধনকা দাশ, ৬নং কুর্শি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল চৌধুরী সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোজাহিদ আহমদ, ১১নং গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, উপজেলা সন্তান কমান্ড সদস্য সচিব নিজামুল হক চৌধুরী রুমেল, ১নং ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, ৭নং ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাস প্রমূখ। এছাড়া এ সভায় এলাকার মুরুব্বিয়য়ান, আওয়ামী পরিবারের তৃণমূলের নেতাকর্মী, গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে মুক্তিযোদ্ধারা বলেন- কেয়া চৌধুরী আমাদের মেয়ে। সে নারী আসনের এমপি হয়েও তৃণমূলের উন্নয়নে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করছে। তাকে আমরা সব সময় পাচ্ছি। নবীগঞ্জ-বাহুবল আসনের উন্নয়নের স্বার্থে এমপি কেয়া চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানাচ্ছি।
পরে তিনি একই উপজেলার ১নং ইউনিয়নের লামা হলিমপুর মন্দিরে কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। তিনি এ মন্দিরে একটি সৌর বিদ্যুতের সোলার দেওয়ার কথা বলেছেন।