মানুষের সবচেয়ে বড় গুণ হল বিনম্রতা। যে নম্রতা অবলম্বন করে সে মানুষের কাছে ছোট হলেও প্রকৃতপক্ষে তার স্থান কিন্তু অনেক উঁচু। মা-বাবা সহ বড়দের প্রতি বিনয়ী হয়ে কতা-বার্তা বলতে হবে। নম্রতাই মানুষ কে সাফল্যের চরম শিখরে নিয়ে যায়। শনিবার ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উজানডিহি পুরাতন ছাহেব বাড়ি দরগাহ শরিফ প্রাঙ্গনে হজরত শাহ সুফি সায়্যিদ মোহাম্মদ মাদানী (র.)ও হজরত শাহ সুফি সায়্যিদ আব্দুল হক মাদানী (র .) এর ১১৮ তম ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপ মহাদেশের প্রখ্যাত ওলি হজরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.) এর ছাহেব জাদা মুফতিয়ে আজম হজরত আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী। সমাজের অবহেলিত মানুষের কাছ থেকেই দোয়া নেওয়ার আহবান জানান,
তিনি বলেন এদের দোয়াই সবচেয়ে বেশি র্কাযকরী। সুতরাং এদের পাশে দাড়াতে হবে। কোরান হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অন্তরের বিশুদ্ধতা নিয়েই ওলি-আউলিয়া দের দরবারে গেলে কেউ সেখান থেকে খালি ফিরবে না। অসহায়-অনাথের আশ্রয় স্থল বাংলাদেশের ফুলতলী সাহেব বাড়ির সুযোগ্য এই উত্তরসূরি চিরাচরিত প্রথায় অসহায়-অবহেলিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
ভিড়ে ঠাসা এই মহফিলে উজানডিহির হজরত শাহ সুফি সায়্যিদ মাওলানা জুনাইদ আহমদ আল-মাদানীর সভাপতিত্বে মাহফিলে তালিম ও তারবিয়ত পেশ করেন মাহফিলের আহ্বায়ক হজরত শাহ সুফি সায়্যিদ মুস্তাক আহমদ আল- মাদানী উজানডিহি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের জালালিয়া সিনিয়র ফাদ্বিল ডিগ্রি মাদ্রাসার মুহতরম প্রিন্সিপাল হজরত আল্লামা জ উ ফু আব্দুল মুনঈম সাহেব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ চান্দ গ্রাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি শিহাব উদ্দিন আলিপুরি ছাহেব(বাংলাদেশ) হজরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি ছাহেব (বাংলাদেশ) বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ প্রমুখ।