মোঃ শাহারিয়ার হোসেইন ইমন:আর কয়েকদিন পরেই স্বপ্নযাত্রার ৩য় বর্ষে পদার্পণ করবে চট্টগ্রামের আলোচিত অন্যতম সৃজনশীল সংগঠন “সেন্ট্রাল বয়েজ অব রাউজান”। একঝাঁক মেধাবী তরুণ শিক্ষার্থীর সংমিশ্রণ এই সংগঠনের কার্যক্রমে এনেছে ভিন্নতা। শুরু থেকে একের পর এক ব্যাতিক্রমী ও যুগোপযোগী কার্যক্রমের মধ্য দিয়ে এ সংগঠন সমগ্র রাউজানের সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশপ্রেমে উজ্জীবিত এ তরুণরা গত মাসে বিজয় দিবস উপলক্ষে রাউজানের ৪০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক রঙের, সঠিক মাপের জাতীয় পতাকা সরবরাহ করেছিল। এর মধ্যেই আরেকটি বৃহৎ আয়োজন করতে যাচ্ছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। ২য় বর্ষপূর্তি উপলক্ষে এবার রাউজানে প্রায় ৭০০০ ছাত্রছাত্রীর জন্য দেওয়া হবে শিক্ষাসামগ্রী উপহার। ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফরহাদ গণী নয়নের সৌজন্যে এসব শিক্ষা সামগ্রীতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য থাকছে ৬ টি খাতা, ৩ টি কলম, ১ টি স্কেল, ১ টি পেন্সিল, ১ টি রাবার ও ১ টি কাটার। এই বিশাল আয়োজন সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে এখন থেকেই,,,,,