আন্তর্জাতিক: স্পেনের রাজধানী মাদ্রিদে আন্তর্জাতিক পর্যটন মেলায় (ফিট্যুর) অংশ নিয়েছে বাংলাদেশ। ৩৮তম এই মেলায় বাংলাদেশসহ বিশ্বের ১৩৬টি দেশের ১০ হাজার ৫০টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। বাংলাদেশ চতুর্থবারের মতো এতে অংশ নিচ্ছে। মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ টুরিজম বোর্ড (বিটিবি)।
অংশগ্রহণকারী দেশগুলোর ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে মেলার আটটি প্যাভিলিয়নে স্টল বরাদ্দ পেয়েছেন ট্যুর অপারেটররা। পাঁচ দিনব্যাপী এই মেলায় পর্যটনশিল্পের বিদ্যমান সমস্যা, নতুন পর্যটনকেন্দ্রের পরিচিতি ও আগামী পর্যটন মৌসুম কেমন হতে পারে—এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।মেলায় অংশ নিতে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল মাদ্রিদ রয়েছে।
গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ স্টল উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা মো. ইমরান, বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায় ও ডেপুটি ম্যানেজার আলী আহমেদ ইনামুল হক, বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর নাভিদ শফিউল্লাহ ও কমার্শিয়াল উইংয়ের কর্মকর্তা খাবিয়ের বুরগজ এবং হেভেন ট্যুরস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।বাংলাদেশ স্টল উদ্বোধনের পর হাসান মাহমুদ খন্দকার বলেন, বাংলাদেশ সরকার পর্যটনকে একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করেছে এবং দেশে-বিদেশে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। বিদেশি পর্যটকদের ভ্রমণকে আনন্দময় ও নিরাপদ করার জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপও তিনি তুলে ধরেন। তিনি স্প্যানিশ নাগরিকসহ ভ্রমণপিপাসু বিদেশি নাগরিকদের বাংলাদেশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো দেখার আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, ফিট্যুর হচ্ছে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা। এ মেলাকে বিশ্বের শীর্ষ পাঁচটি শিল্প মেলার একটি বলে মনে করা হয়। ১৯৮০ সাল থেকে প্রতিবছর মাদ্রিদে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশ ইতিপূর্বে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে এই মেলায় অংশ নিয়েছিল।
সংবাদ প্রেরক
কবির আল মাহমুদ
মাদ্রিদ, স্পেন।