সিলেট নগরীর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী পারভীন আক্তার পারুল অবশেষে আইনের ফাকফোকর দিয়ে বেরিয়ে এসে আবারও স্বপেশায় নেমে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিগত ৪ ডিসেম্বর সাড়ে ৩ শত পিছ ইয়াবা সহ পায়রা আবাসিক এলাকার বাসা থেকে গ্রেফতার হয় পারুল। গ্রেফতারের পর কোতোয়ারী থানার এসআই মো শফিকুল ইসলাম মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯/১ এর ৯ (খ) ১৯৯০ সালের ধারায় তাকে চালান দেন। কিন্তু মাত্র কয়েক দিন জেলে থাকার পর জামিন নিয়ে বেরিয়ে এসে মাদক সাম্রাজ্যে আবারও হাল ধরেছে পারুল। আলোচিত এই মাদক ব্যবসায়ী গ্রেফতারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্থি ফিরে এলেও পূণরায় মাদক ব্যবসায় পারুলের আবির্ভাবে সচেতন মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সকলের দাবী এই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সামাজিক অবক্ষয়সহ যুব সমাজের মাঝে মাদকের প্রভাব পড়তে পারে।
এলাকাবাসীর প্রশ্ন ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হওয়ার পরও কি ভাবে এত তাড়াতাড়ি পারুল জেল থেকে ছাড়া পেয়ে গেল। তাকে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা সমাজের জন্য অত্যন্ত জরুরী। এলাকাবাসী তার খুঁটির জোর কোথায় তা উন্মোচন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।