বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা’র উপর সন্ত্রাসী হামলা ও বসত বাড়ি ভাংচুরের প্রতিবাদে এসোসিয়শনের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালিত। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা একজন ক্লিন ইমেজধারী ব্যক্তি। সিলেটের সাংবাদিকতার ইতিহাসে তাঁর মতো ন্যায়পরায়ন ব্যক্তির খুব অভাব। কিন্তু কতিপয় সন্ত্রাসী গত বৃহস্পতিবার রাতে তাঁর উপর হামলা করে। সন্ত্রাসীদের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে তাঁর জোড়ালো অবস্থানের কারনেই এ হামলা চালানো হয়। প্রবীণ এ সাংবাদিকের উপর এরকম নগ্ন হামলা সিলেটের সাংবাদিকতার ইতিহাসে কলংকজনক অধ্যায়। হামলাকারীরা যেই হোক তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। সন্ত্রাসীরা শুধুই সন্ত্রাসী। তাদের কোন দল হতে পারে না। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি, হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সন্ত্রাসীদের ২৪ ঘন্টার ভেতরে গ্রেফতার করা না হলে সিলেটের সাংবাদিক সমাজ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি, এসএমপি পুলিশ কমিশনারে সাথে মতবিনিময়, ফটো সাংবাদিকগণ অনশন সহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম এর পরিচালনায় মানব বন্ধন কর্মূসচিতে একাত্ত্বতাপোষন করে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, ক্রীড়া লেখক সমিতির সভাপতি বদরুদোজা বদর, ওভারসিজ কসপন্ডেন্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক কাজির বাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের, হুমায়ুন রশিদ চৌধুরী, ইমজা’র সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ মুজিবুর রহমান জকন, ইমজা’র সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জু, বাংলাদেশ মানবাধিক সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিগেন সিংহ, বাংলা টিভি ব্যুারো চীফ আবু তালেব মুরাদ, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিফডিয়ার চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবদুর রশিদ।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাস এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া মানব বন্ধনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সহ-সভাপতি নাজমুল কবীর পাভেল।
একাত্বাপোষন করে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সিলেট সংলাপ এর বার্তা সম্পাদক খালেদ আহমদ, বাংলার আলো সম্পাদক এম সিরাজুল ইসলাম, গণদাবী ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, দৈনিক কাজির বাজার পত্রিকার বার্তা সম্পাদক শোয়েব বাসিত, সাংবাদিক ফয়সল আলম, জেড. এম শামসুল, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কবির আহমদ, মুহিবুর রহমান, লিটন চৌধুরী, সজল ঘোষ, ইয়াহইয়া ফজল, আব্দুল আহাদ, ফারুক আহমদ, মারুফ আহমদ, নৌশাদ আহমদ চৌধুরী, মুন্সি ইকবাল, এনামুল কবির, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডিসিডব্লিউএ’র প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ছাত্র ব্যাক্তিত্ব তরুণ লেখক ও কলামিস্ট মো. নাঈমুল ইসলাম, জীবন বীমা সিলেটে ম্যানেজার আবেদীন জয়গীদার, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু।
এসোসিয়েশন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, প্রতিষ্ঠাতা সদস্য দুলাল হোসেন, কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য আশকার আমীন লস্কর রাব্বী, নুরুল ইসলাম, এস এম রফিকুল ইসলাম সুজন, সদস্য এস সুটন সিংহ, আনিস রহমান, এ এইচ আরিফ, ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, শাহীন আহমদ, ইদ্রিস আলী, ফটো সাংবাদিক সুহেল আহমদ, শাহ তানভীর আহমদ, আফজল হোসেন, আজমল আলী, মিঠু দাস জয়, অপু আহমদ, সংগঠক এনামুল হক, সবুজ আহমদ, আলী আহসান সাকুর, রুবেল মিয়া, টিটো তালুকদার, এম এ রউফ প্রমুখ।