পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বৃহওর কামালবাজার ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির উদ্যেগে প্রতিবারের ন্যায় এবারও আগামী ১৫ ডিসেম্বর, শুক্রবার কামালবাজারে মুবারক র্যালী বাদ জুমআ ও মধ্যেরাত ব্যাপী ওয়াজ মাহফিল কামালবাজার বাস স্ট্যান্ডে অনুষ্টিত হবে।
কামালবাজার বাস স্ট্যান্ডে সকাল ১০টায় জমায়েত হয়ে র্যালি পূর্ববর্তী আলোচনা সভার পর বা’দ জুমুআ র্যালিটি বের হয়ে কামালবাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র্যালি ও ওয়াজ মাহফিল কে সুন্দর ও স্বার্থক করতে ইতোমধ্যে সপ্তাহব্যাপী দাওয়াতী কর্মসূচি হাতে নিয়েছে র্যালি বাস্তবায়ন কমিটি। এর অংশ হিসেবে ১৩ ডিসেম্বর বুধবার তালামীযে ইসলামিয়ার দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা
এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কামালবাজার ফাযিল মাদরাসা,ধরগাও হাফিজিয়া মাদরাসা,
নিশিন্ত পুর হাফিজিয়া দাখিল মাদরাসা,ছমিপুর দাখিল মাদরাসা,বড়তলা মাজহারিয়া দাখিল মাদরাসা,পনা উল্লাহ হাফিজিয়া মাদরাসা,আল মদিনা দাখিল মাদরাসা, গুপ্তরগাও হাফিজিয়া দাখিল মাদরাসা,রামপুর হাফিজিয়া মাদরাসা, ছহিফাগঞ্জ দাখিল ও রহিমপুর হাফিজিয়া মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী দাওয়াতী কর্মসূচি পালন করেন।
প্রতিনিধি দলে সফর সঙ্গী হিসেবে ছিলেন, কামালবাজার ইউনিয় আল ইসলাহ সহ সভাপতি এইচ এম মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুর রহিম,কামালবাজার আঞ্চলিক তালামীযের সভাপতি হাফিজ শামছুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহবুর রহমান, প্রমুখ।নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্টানের প্রধান , সুশীল সমাজ, ব্যবসায়ী, রাজনৈতিক ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় মিলিত হন।