মোঃ সেলিম রেজা
গত ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৭ উপলক্ষে আজ ৭ ডিসেম্বর ফিজিকালি চ্যালেঞ্জেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট, শহীদ মিনার প্রাঙ্গনে একটি মানববন্ধন আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয় ইউনিটের কর্তব্যরত ছাত্রছাত্রী সহ শিক্ষকরা সমবেত হন। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন ৪৩ তম আবর্তনের ছাত্রী আননূর ফেরদৌস(লোকপ্রশাসন বিভাগ) ও সাবিহা সুলতানা(নৃবিজ্ঞান বিভাগ)।
অনুষ্ঠান শুরু হয় সংগঠনটির সাবেক সভাপতি আব্দুল জলিল(সরকার ও রাজনিতি, ৩৯ তম আবর্তন) এর স্বাগত বক্তব্য দিয়ে। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের ড. এটি এম আতিকুর রহমান স্যার। এ সময় তিনি বলেন,”শুধু সাংবিধানিক বিবেচনায় নয়; যে কোন বিবেচনায় সকলের মানবাধিকার নিশ্চিত হওয়া উচিত” পরে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রত্নতত্ব বিভাগের নুরুল কবির ভুঈয়া স্যার । তিনি বলেন,”আঁধার আলোক যাত্রীদের নেতৃত্বে থাকবে পিডিএফ”।
পরে জাহাঙ্গীরনগর পিডিএফ এর পক্ষ থেকে একটি র্যালী আয়োজিত হয় যা শহিদ মিনার থেকে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে কেক কাটা ও স্বাক্ষরতা অভিজান হয়।
জাহাঙ্গিরনগর পিডিএফ এর সাধারন সম্পাদক ঐশি রানী দাস(লোক প্রশাসন,৪৩ তম আবর্তন) বলেন, “এবারের প্রতিপাদ্য বিষয়- ‘সকলের জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’- এই আলোকে বলতে চাই যে, টেকসই ও সমৃদ্ধ সমাজ তখনই হবে যখন সবার জন্য অধিকার বাস্তবায়িত হবে এবং অবশ্যই প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠন করা অত্যাবশ্যক।”
এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় উপাচার্য্য বরাবর কয়েকটি দাবির উপস্থাপন করা হয়। তা হলঃ
১। প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তির কোটা বৃদ্ধি করা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর সরাসরি ভর্তি করা।
২। লাইব্রেরীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করা।
৩। প্রত্যেক অনুষদে এবং প্রশাসনিক ভবনে র্যাম্প এর ব্যবস্থা করা।
৪। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি প্রচলন করা এবং অন্তত একজন ব্রেইল টেকনেশিয়ান নিয়োগ দেয়া।
৫। আর্থিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।
৬। ক্যাম্পাসে দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য একটি পৃথক রেকর্ডিং কক্ষের ব্যবস্থা করা।
৭। প্রতি হলে অন্তত একটি করে প্রতিবন্ধীবান্ধব প্রক্ষালন কক্ষের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী যোগ্য ব্যক্তিদের সুযোগ দেয়া।