প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা ২০০৫ সাল থেকে আজ অবধি আমার পাশে ছিলেন। আমার ভালো সময়/খারাপ সময়ে আপনাদের পাশে পেয়েছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের অনেক শ্রদ্ধা করি।
সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারা আমাকে পাচ্ছেন না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে একটু সময় দিন। আমি ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবো। যারা আমার বক্তব্য না নিয়ে নিউজ করছেন তাদের প্রতি বিনিত অনুরোধ প্লিজ আমাকে একটু সময় দিন। খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরবো’।
উপরের কথাগুলো বলেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে অপু এসব কথা বলেন।
সোমবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রকাশ হয় অপু বিশ্বাসকে ডিভোর্স পেপার পাঠিয়েছেন শাকিব খান। এরপরই অপুকে খুঁজতে থাকেন গণমাধ্যমকর্মীরা। অপুর মতামত কিংবা বক্তব্য জানার জন্য তার নিকেতনের বাসায়ও হানা দেন সাংবাদিকরা। কিন্তু তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনও সুইচড অফ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বেশ কিছু গণমাধ্যমে অপুর বক্তব্য প্রকাশ হয়েছে। তবে সেগুলো আদৌ তার কিনা, এই বিষয়ে অপু কিছু বলেননি তার স্ট্যাটাসে।
এই স্ট্যাটাস পর্যবেক্ষণ করে বোঝা যায়, শিগগিরই অপু প্রকাশ্যে এসে ডিভোর্সের বিষয়ে বিস্তারিত কথা বলবেন। এই মুহূর্তে তিনি কোথায় আছেন, সেটা জানা যায়নি এখনও।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ডিভোর্স পেপারে স্বাক্ষর করে সেটা সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মাধ্যমে অপুকে পাঠান শাকিব। যদিও অপু দাবি করছেন, তিনি এখনও সেই পেপার হাতে পাননি। পেলে সেটা নিয়ে পরিবারের সঙ্গে আলাপ করে নিজের সিদ্ধান্ত জানাবেন।