শুক্রবার (১০ নভেম্বর) সিলেটের দৈনিক উত্তরপূর্ব পত্রিকায় ও অনলাইন সংখ্যায় ‘দক্ষিণ সুরমায় থামছে না শিলং তীর ও টিকটিকি জুয়া : সর্বস্ব হারাচ্ছে মানুষ’ নামক শিরোনামের সংবাদের একটি অংশে দক্ষিণ সুরমার কুশিঘাট গ্রামের বাজারে তিনটি জুয়ার বোর্ড রয়েছে। ছাদি, রুহেল ও রাহেল নামের তিন ব্যক্তি ঐ তিনটি তীর ও টিকটিকি জুয়ার বোর্ড পরিচালনা করে থাকে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেছেন দক্ষিন কুশিঘাট গ্রামবাসী ও ছাদি, রুহেল ও রাহেল।
এ দরনের কর্মকান্ডে দক্ষিন কুশিঘাট গ্রাম ও গ্রামের কেউ জরিত নয় । একটি ষড়যন্ত্রকারী মহল এলাকায় সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন করতে এধরনের অপপ্রচার চালিয়ে সংবাদ প্রকাশ করেছেন। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এধরনের সমাজ বিরোধী কোন কর্মকান্ডের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই বা ছিলনা। সংবাদটির এই অংশটুকু সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এধরনের মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।
এধরনের সংবাদ প্রকাশের পূর্বে স্থানীয় ভাবে সরজমিনে তদন্ত করে প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন।