ডেস্ক রিপোর্ট : পরশ টিভি শিগগিরই চালু হতে যাচ্ছে নতুন টেলিভিশন চ্যানেল পরশ টিভি। এ লক্ষ্যে তারা সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞাপন অনুযায়ী টিভি চ্যানেলটিতে সাংবাদিকতার জন্য জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দেওয়া হবে। জেলা ও উপজেলা প্রতিনিধি
যেকোনো বিষয় থেকে স্নাতক পাস
প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পাশাপাশি সাংবাদিকতায় কমপক্ষে দুই
বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৩৫ বছর
এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।
স্থানীয় সাংবাদিকদের নিজস্ব জেলা
ও উপজেলায় নিয়োগ দেওয়া হবে।
ব্যুরো প্রধান
যেকোনো বিষয় থেকে কমপক্ষে স্নাতক
পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সাথে খবরের কাগজ ও টেলিভিশন
চ্যানেলে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ
সাংবাদিকতায় মোট ১০ বছরের
অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছর
এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।
ক্যামেরা ম্যান
যেকোনো বিষয় থেকে HSC পাস
প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পাশাপাশি অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩৫ বছর
এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।
স্থানীয় সাংবাদিক এর সাথে নিজস্ব
জেলায় নিয়োগ দেওয়া হবে।
প্রোগ্রাম বিভাগ
যেকোনো বিষয় থেকে স্নাতক পাস
প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পাশাপাশি কমপক্ষে দুই বছরের
অভিজ্ঞতা থাকতে হবে।
এক্সিকিউটিভ প্রোডিউসার
সিনিয়র প্রোডিউসার
প্রোডিসার
এসোসিয়েট প্রোডিউসার
এসিসটেন্ট প্রোডিউসার
প্রডাকশন এসিসটেন্ট
ম্যানেজার
এক্সিকিউটিভ
প্রোগ্রাম ম্যানেজমেন্ট কো –
অর্ডিনেটর
প্রেজেন্টেশন কো – অর্ডিনেটর
প্রোমো প্রোডিউসার
প্রোমো এসিসটেন্ট প্রোডিউসার
ভয়েস কাস্টার
রাইটার
কো – অর্ডিনেটর, রাইটার স্টুডিও
প্রেজেন্টার
মিউজিক ডিরেক্টর
সেলস এন্ড মার্কেটিং বিভাগ
কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে
হবে।
জি. এম. ,সেলস এন্ড মার্কেটিং
ম্যানেজার, সেলস
এক্সিকিউটিভ, সেলস
ম্যানেজার, মার্কেট রিসার্চ
এক্সিকিউটিভ, মার্কেট রিসার্চ
ম্যানেজার, ব্র্যান্ডিং
এক্সিকিউটিভ, ব্র্যান্ডিং
আবেদন প্রক্রিয়া
পরশ টিভি সকল সংবাদ কর্মীরা অন্য
কোন ইলেকট্রিনক/প্রিন্ট/অনলাইন
মিডিয়াতে কাজ করতে পারবে না।
সিভি পাঠাবার সময়ে পদের নাম
লিখতে হবে, পদের নাম লেখা না হলে
সিভি বাতিল হবে । সিভি পাঠাবার
ঠিকানা career@poroshtv.com
facebook: www.facebook.com/porosh.tv