বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ৭ মার্চের ভাষণকে বিশ্বের ঐতিহাসিক প্রামাণ্য দলিল (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয়ার সুপারিশ করেছে ইউনেস্কো।
এ ভাষণসহ ৭৮টি আলোচিত বিষয়কে নতুন বিশ্ব ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ার সুপারিশ করেছে সংস্থাটি।
সোমবার প্যারিসে ইউনেস্কোর সদর দফতর থেকে এ সুপারিশের ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, ইউনেস্কো সদর দফতরে গত ২৪-২৭ অক্টোবর পর্যন্ত সংস্থাটির বিশ্ব ঐতিহ্যবিষয়ক কর্মসূচির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি (আইএসি) চার দিনব্যাপী বৈঠকে নতুন ৭৮টি বিষয়কে ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দিতে সুপারিশ করা হয়েছে।