হবিগঞ্জ থেকে আছমা জান্নাত মনিঃ– ‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল চ্যানেল আই।
বিশেষ দিন মানেই চ্যানেল আই। আর সেই বিশেষ দিনটি যদি হয় দেশের মানুষের প্রিয় টেলিভিশন চ্যানেল আই-এর জন্মদিন তাহলে তো কথাই নেই। ১৯ বছরে পা রাখার এই বিশেষ দিনে চ্যানেল আই প্রাঙ্গণে বসেছে আনন্দ মেলা। মাঝে মাঝেই টিপটিপ বৃষ্টির পরও প্রিয় প্রাঙ্গণের এই মেলাকে জমিয়ে রেখেছেন চ্যানেল আইয়ের ভক্ত-শুভানুধ্যায়ী এবং অসংখ্য দর্শনার্থী। এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ থেকে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকাতে টিভি চ্যানেলটির প্রধান কার্যালয়ে সরাসরি যোগদান করেন হবিগঞ্জ-সিলেটের মাননীয় সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্ত্বব্যে এমপি কেয়া চৌধুরী বলেন উনিশের উচ্ছ্বাসে চ্যানেল আই লাল-সবুজে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে। অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পনি সম্পাদ মন্ত্রী আনিসুল ইসলাম, চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ প্রমুখ।