বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির গার্লস এডভোকেসি এলাইন্স প্রকল্পের উদ্যোগে ২৭ ও ২৮ এ সেপ্টেম্বর স্কুল পর্যায়ে উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগীতা ও নাটিকা শাহজালাল উচ্চ বিদ্যালয় এবং সিলেট মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। এতে উক্ত প্রতিষ্ঠান দুটির ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।
“কন্যা শিশুর জাগরন, আনবে দেশে উন্নয়ন” এই বিষয়টির উপর উপস্থিত বক্তৃতায় ছাত্র- ছাত্রীরা তুলে ধরে কন্যা শিশুদের অধিকার ও সুরক্ষার কথা।কন্যা শিশুদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারলে তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
‘এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ফলে ছাত্র-ছাত্রীরা শিশুদের অধিকার,শিশুদের অংশগ্রহনের সুযোগ, গুরুত্বপূর্ণ এই দুটি দিবসের বিষয়ে এবং বাল্য বিয়ে প্রতিরোধে তাদের ভূমিকার উপর সচেতন হয়েছে বলে উল্লেখ করেন সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান।