সিলেট ৭১ নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গনে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মরহুমের সহধর্মিনী সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মসুদ আহমদ, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, জেলা আ.লীগ নেতা সৈয়দ নওশের আলী খোকন, এমএ রহিম (সিআইপি), আব্দুল মালিক তরফদার সোয়েব, প্রবাসী মকিস মনসুর, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন প্রমুখ। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে। পরিবারের উদ্যোগে দর্জির মহলস্থ বাস ভবনে কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে।
কাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৌর জনমিলন কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শিল্পকলা একাডেমীতে যুক্তরাজ্য শাখার উদ্যোগে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী করা হবে। আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীতে জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।