মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে বুধবার কক্সবাজারের উখিয়া যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেড এম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরের পর প্রতিনিধি দলের সদস্যরা আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন। সেখান থেকে বুধবার সকালে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন। লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এ ব্যাপারে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়।