শ্রীমঙ্গল প্রতিনিধি :: ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায় ও লিখিত অভিযোগের ভিত্তিতে সিলেটের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) একই ধরণের অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোডস্থ স্প্রিং কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ জরিমানা কার্যকর হয়।
এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হারে ২ হাজার ৫শত টাকা ও মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত স্প্রিং কর্ণারের বিরুদ্ধে লিখিত অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হারে ২শত ৫০ টাকা প্রদান করা হয়।