সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসকনের অন্যতম জিবিসি ও দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের কাছ থেকে ২০১০ সালে দীক্ষাপ্রাপ্ত শিষ্য/ শিষ্যাদের উদ্যােগে সপ্তম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর মধ্য ছিল, শ্রীল গুরু মহারাজের সুস্বাস্থ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, জপযজ্ঞ, কীর্তনমেলা,আলোচনা সভা, মহাপ্রসাদ,কেক কাটা, নাটক মঞ্চায়ন ।
সভায় ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসকন চট্টগ্রামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী,ইসকন সিলেটে সাধারন সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জিতেন্দ্রিয় অধিকারী, ইসকন সিলেটে সাবেক সেক্রেটারি বলদেব কৃপা দাস, ইসকন সিলেটের ইয়ূথ ফোরামের কো-ডিরেক্টর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, দেবামৃত নিতাই দাস প্রমূখ।