রাজ্জাকের তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট। প্রথম ও তৃতীয় জনকে সবাই চিনেলেও মেঝো ছেলে বাপ্পিকে অনেকেই চেনেননা। কারণ তিনি অভিনয় জগতে নিজেকে জাড়ানি। তিনি এখন কানাডাপ্রবাসী। তার ফেরার ওপর নির্ভর করছে কবে, কখন, কোথায় জানাযা ও দাফন করা হবে রাজ্জাকের মরদেহ।
সদ্যপ্রয়াত নায়করাজের পারিবারিক সূত্রে জানা গেছে, বাপ্পিকে খবর পাঠানো হয়েছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরার চেষ্টা করছেন। তিনি যদি ফিরতে পারেন তাহলে ২৩ আগস্ট নায়করাজের মরদেহ দাফন হতে পারে। অন্যথায় ২২ আগস্ট বাপ্পির অনুপস্থিতিই শেষ বিদায় জানানো হবে এই কিংবদন্তি অভিনেতাকে। এ ব্যাপারে রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্রটি ।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সী রাজ্জাক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।