ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে কটুক্তির অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রশিবিরের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। সোমবার শিবিরের ঘাটি হিসেবে পরিচিত আবু সিনা ছাত্রাবাস থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।
আরিফুল হক নামের নামে ওই শিবিরকর্মী মেডিকেলের ৫৪ তম ব্যাচের ৩য় বর্ষের ছাত্র। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ আরিফকে ধরে পুলিশে দেয়। সে বরগুনার বাসিন্দা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক রিফাত ও সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী জানান- বঙ্গবন্ধুর ছবির সাথে এক মডেলের ছবি দিয়ে লিখছে, সেলিব্রেটিরাও তাকে ফলো করে। বিষয়টি আমাদের কর্মীদের চোখে পড়লে তাকে এমন গর্হিত কাজ কেনো করলো জানতে চাওয়া হয়। এক পর্যায়ে আমরাসহ প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, হোস্টেল সুপার সেখানে আসেন। পরে কোতয়ালি থানার এসি গোলাম দস্তগীরও ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।
এসি গোলাম দস্তগীর তা নিশ্চিত করে বলেন- আরিফুল হক নামের এক শিবিরকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।