স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর ছাত্র লীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেছেন প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কেননা লক্ষ লক্ষ শ্রমিক আজ বিদেশে কাজ করে দেশে টাকা পাঠাচ্ছে যার ফলে তারা তাদের আত্মীয় স্বজন সহ পরিবারকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি অর্জিত টাকা থেকে দেশের সরকারের রেমিটেন্স খাতে আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নিজের পরিবারের সুখ শান্তির পাশাপাশি সামাজিক কার্যক্রমে ও প্রবাসীরা দিন দিন অংশ গ্রহন করেই বেড়েই চলেছেন। তাছাড়া গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের এই উদ্যোগ সত্যি মহৎ ও কল্যাণকর। নিজেদের কাজ কর্ম ব্যবসা বানিজ্যের পাশাপাশি বিশ্ব ব্যাপি গোয়াইনঘাট বাসীর এ বন্ধন বাস্তবিক অর্থে চির স্মরণীয়। আমরা বাংলাদেশ ছাত্রলীগ লীগের পক্ষ থেকে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কে সার্বিক এবং সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। তিনি গতকাল গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের মালয়েশিয়া শাখার উপদেষ্টা নজরুল ইসলাম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক আয়নুল হোসাইন খান, মালয়েশিয়া শাখার সাধারন সম্পাদক আহমদ লায়েক, যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ফয়জুর রহমান, শাহীন আহমদ, আবুল কালাম আজাদ, হিমন আহমদ, হেলাল আহমদ, জাহিদ হাসান, সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন সাবেক ছাএনেতা আশরাফুল ইসলাম জাবেদ সহ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান ভিডিও বার্তায় আলোচনায় অংশ নেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আমেরিকা প্রবাসী জনাব ফারুক আহমদ ও কেন্দ্রীয় উপদেষ্টা সৌদি আরব প্রবাসী জনাব আব্দুল গফুর। বক্তারা তাদের বক্তব্যে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সফলতা ও সকল প্রবাসীদের সুশান্তি কামনা করেন।