ওসি জানান, ‘নিহতের পকেটে থাকা আইডি কার্ড থেকে তিনি যুক্তরাজ্যের স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ তিনি জানান, রাশেদ খান চৌধুরীর বাড়ি পরশুরাম উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ৫ জন যাত্রী নিয়ে শহরের ট্রাংক রোড থেকে একটি টমটম সদর হাসপাতালের দিকে যাচ্ছিল। একই সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনটি ফেনী জংশন ক্রস করে ঢাকার দিকে যাচিছল। ট্রেন আসতে দেখে সব যাত্রীরা টমটম থেকে নেমে নিরাপদ স্থানে সরতে পারলেও নুরুল হুদা ট্রেনে কাটা পড়ে যান।