ক্রিকেট বাংলাদশের মানুষের জন্য আবেগের জায়গা। ক্রিকেট নিয়ে এদেশের জনগণের সব স্বপ্ন। মাঠে যারা দেশের হয়ে লড়েন তারা তো সেই স্বপ্নের সেনানী। সেই ক্রিকেটারদের সান্নিধ্য পেতে কে নাইবা চায়? প্রিয় খেলোয়াড়কে কাছ থেকে একনজর দেখতে বিশ্বের কত দেশে কত কান্ডই না ঘটাল কত ভক্তরা। তেমনই একজন জাহিদ। বাসা যাত্রাবাড়ীতে। প্রায় এসে দাঁড়িয়ে থাকেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে। দাঁড়িয়ে থাকে মিরপুর একাডেমি ভবনের গেটের গ্রীল ধরে।
জাহিদের সাথে কথা বললে তিনি বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারা যখনই একাডেমি মাঠে অনুশীলন করে তখনই আমি আসি। কারণ এখানে তাদের কাছ থেকে দেখা যায়। মাঝে মাঝে আমরা তাদের ডাকি। তাদের সাথে কথা বলি। ছবি তোলার চেষ্টা করি। তাদের এক নজর দেখতেই এখানে এসে দাঁড়িয়ে থাকি।’
জাহিদের মত শত শত ক্রিকেট ভক্ত প্রতিদিনই ভিড় জমান হোম অব ক্রিকেটে কিংবা একাডেমি ভবনের গেইটে। যাদের একটাই আশা প্রিয় ক্রিকেটারকে এক নজর দেখা। একটা কথা বলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম